সুষ্ময় দাস, জেলা প্রতিনিধ, নাটোর | ২৮ মে ২০২১
HACKED BY LOTTS BANDICOOT
বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে উপলক্ষে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর আয়োজনে আজ ২৮ মে রাত ০৮ টায় অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানলেই বদলাবে সব এই স্লোগানকে সামনে রেখে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন সকলকে সচেতন করার লক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। ২৮ মে রাত ০৮ টায় থেকে ৯.১৫ মিনিট অবদী হওয়া এই আয়োজনে মেয়েদের মাসিক সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ডাঃ সুমাইয়া বারী সুমি, সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস বিভাগ, এনাম মেডিকেল কলেজ এবং পারভীন পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক শামীমা আক্তার।
আরো উপস্থিত ছিলেন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সুষ্ময় দাস, হ্যাপি ড্রিমস ফর ইয়ুথ’স ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য নিশাত সাদাফ সৃষ্টি এবং হ্যাপি ড্রিমস ফর ইয়ুথ’স নাটোর জেলা কমিটির সদস্য নিশাত মিম খাতুন। সঞ্চালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন স্নিগ্ধা দত্ত তিথী।
একজন মেয়ের মাসিক চলাকালীন সময়ে কি করনীয়সহ সকল বিষয় নিয়ে আলোচনা করেন ডাঃ সুমাইয়া বারী সুমি। এছাড়া তিনি শিক্ষার্থীদের প্রশ্ন শোনেন এবং তার সঠিক তথ্য দেন। হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন কে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি। পারভীন পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক শামীমা আক্তার তার বক্তব্যে শিক্ষক হিসেবে তার দ্বায়িত্বগুলো তুলে ধরেন সবার কাছে। সবাইকে এই বিষয়ে আরো সচেতন থাকবার পরামর্শ দেন তিনি। বাড়ীর পুরুষ অভিভাবকদের এই বিষয়ে আরো সচেতন হয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসতে আহবান করেন সংগঠনের নির্বাহী পরিচালক সুষ্ময় দাস তনয়।
এত অল্প সময়ের মধ্যে সবাইকে নিয়ে এই আয়োজনে সহযোগিতা প্রদান করার জন্য আন্তরিক্তভাবে ধন্যবাদ জানায় হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত। তিনি জানান আগামীতে এই ধরনের উদ্যোগ নেবার আরো বেশ আগ্রহ তৈরি হয়েছে আজকের এই আয়োজন করতে পেরে। প্রোগামের শেষ হয় নারীদের উদ্দেশ্যে একটি গান পরিবেশনার মধ্যে দিয়ে। নারীদের উদ্দেশ্যে গাওয়া জাগরনীর গানটি পরিবেশন করেন হ্যাপি ড্রিমস ফর ইয়ুথ’স ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারন সম্পাদক তানভীর রায়হান।